আমাদের সেবা সমুহঃ
সবার হাতে হাতে মোবাইল, বাসায় কম্পিউটার তারপরেও এমন মানুষ আছেন যারা এসবের সঠিক ব্যাবহার জানেন না অথবা সময় পান না তাদের জন্যই আমাদের এই সকল সার্ভিস। আবার এমনো কেউ আছেন যারা মোটামুটি পারেন কিন্তু দক্ষভাবে পারেন না অনিশ্চয়তায় থাকেন না-জানি কি হয়? সবার বিশ্বস্ত ঠিকানা তাক্বওয়া আইটি সেন্টার।
আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
১। অনলাইন সার্ভিসঃ অনলাইনে সকল চাকরির আবেদন, সরকারি-বেসরকারি-প্রাইভেট-ব্যাংক সহ সকল চাকরির খবর এখানেই পাবেন ইনশা আল্লাহ।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তি তথ্য, ভর্তির আবেদন, রেজাল্ট সহ সকল নিউজ।
পি.এস.সি, জে. এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি, ডিগ্রী, অনার্স, মাস্টার্স সহ সকল রেজাল্ট।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন, ফরম পুরণ, ভর্তি বাতিল, কলেজ ট্রান্সফার ইত্যাদি।
আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
১। অনলাইন সার্ভিসঃ অনলাইনে সকল চাকরির আবেদন, সরকারি-বেসরকারি-প্রাইভেট-ব্যাংক সহ সকল চাকরির খবর এখানেই পাবেন ইনশা আল্লাহ।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তি তথ্য, ভর্তির আবেদন, রেজাল্ট সহ সকল নিউজ।
পি.এস.সি, জে. এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি, ডিগ্রী, অনার্স, মাস্টার্স সহ সকল রেজাল্ট।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন, ফরম পুরণ, ভর্তি বাতিল, কলেজ ট্রান্সফার ইত্যাদি।
২। ফটো স্টুডিওঃ আর্জেন্ট ছবি, ছবি থেকে ছবি, লেমিনেটিং ইত্যাদি।
৩। গ্রাফিক্স ডিজাইনঃ পোষ্টার, লিফলেট, ব্যানার, বইয়ের কাভার পেজ, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, দাওয়াত কার্ড, স্কুল-কলেজের আইডি কার্ড, আর্জেন্ট ছবি, ফটো এডিটিং ইত্যাদি সব ধরনের গ্রাফিক্স-এর কাজ করা হয়।
৪। কম্পোজঃ
বাংলা, ইংরেজী ও আরবী সহ যে কোনো ধরনের টাইপিং। ম্যাথ ইকুয়েশন, রসায়ন
সমীকরণ, পদার্থ বিজ্ঞানের জটিল সব সূত্রসহ যে কোন প্রশ্নপত্র কম্পোজ করা
হয়।এছাড়াও বিভিন্ন ধরনের আবেদন পত্র যেমনঃ অনলাইনে/অফলাইনে চাকরির আবেদন,
সরকারি/বেসরকারি চাকরির আবেদন, বিভিন্ন অফিস আদালতের সব ধরনের কাজ।
সর্বোপরি উন্নত মান ও গুণগত সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি। আমরা বিশ্বাস করি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, মহান আরশের অধিপতি, বিচার দিবসের
মালিক, আমাদের জীবন-মৃত্যুর মালিক, আমার-আপনার কল্যানের একমাত্র ক্ষমতা যাঁর হাতে আমরা
তাঁর কাছেই দায়বদ্ধ। যাবতীয় সম্মান ও মর্যাদা তো তাঁর-ই। আপনাদের দো’য়া চাই- দয়াময় আল্লাহ্ যেন আমাদের আজীবন হালাল রিযিক উপার্জনের তৌফিক দান করেন।। আমীন।।
No comments:
Post a Comment